জন মানি rava মৃত্যুতে তদন্ত 148 জন পুলিশ কে হঠাৎ বদলি
জোনমনি রাভার মৃত্যুর তদন্ত আরম্ভ।
নগাঁও সদর অ,সি সহ বহু কয়েকজন পুলিশ বিষয়াকে সি আই ডির জিজ্ঞাসাবাদ।
নগাঁও পুলিশের ১৪৮ কনিষ্টবলকে হঠাৎ বদলি : পুলিশ সুপার লীনা দলের কার্যে রহস্যের গন্ধ।
সুনীল রায় নগাঁও ১৮মে :-নগাঁওয়ের মরিকলং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়া জোনমনি রাভার মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্ব সি আই ডি কে অর্মন করার পর পুলিশের অপরাধ অনুসন্ধান শাখায় তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে অরম্ভ করেছে।নগাঁত্ততে বাহর পেতে পুলিশ সুপার ধ্রুবজ্যোতি বরার নেতৃত্বে দলটি তদন্ত অব্যহত রেখেছে। গতকাল নগাঁওতে উপস্থিত হ ওয়া সি আই ডির তদন্তকারী দলটি বিকালে সরুভগীয়ার দুর্ঘটনাস্থলী পরিদর্শনের পর নগাঁও সদরে আসে।আজ দলটি মরিকলং পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশের লোকদের সাথে হযবরগাঁও পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়াআভাজ্যোতি রাভাকে সি আই ডি দলটি দীর্ঘ সময় জিজ্ঞাসা বাদ করে।সাথে সি আই ডির তদন্তকারী দলটি নগাঁও সদর পুলিশ থানার ভারপ্রাপ্ত বিষয়া মনোজ রাজব়ংশীকে জিজ্ঞাসা বাদ করে। তাছাড়া জোনমণি রাভার মৃত্যুর পর মরিকলং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়ার দায়িত্ব লাভ করা মনোজবরার ভাষ্য গ্ৰহন করেছে সি আই ডিয়ে। সংবাদ মাধ্যমের কাছে বরুয়া জানানো মতে ,সোমবারের দিনটিতে পুলিশ ফাঁড়িতে আসে নাই জোনমনি রাভা।সি আই ডির তদন্তে কি বের হয় সেইটি লক্ষনীয় হবে।আন্যদিকে আজ ভাইরেল হ ওয়া এক ফোন কলের অডিঅ'ই তীব্র চাঞ্চল্যের সাথে রহস্যের সৃষ্টি করেছে।এই ফোন কলের দাবী অনুযায়ী একজন পুলিশ কনিষ্টবল ব্যক্তি জনে ঘটনার উচিত তদন্ত হ ওয়াটি চাচ্ছে।ফোনে লোকজনে উল্লেখ করা মতে জোনমনির মৃত্যুর আগে তিনি নগাঁও শহরের গাড়ীদিয়ে তিন পাক ঘুরেছিল। তাছাড়া ব্যক্তিজনে সেই সময়ে গাড়ীটি হয়বরগাঁও পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়া আভাজ্যোতি রভায় জোনমনি রাভার গাড়ীটি দুর্ঘটনা সংঘটিত হ ওয়ার দিনে চলানো, জোনমনি রাভাকে কোনো ব্যক্তিয়ে মারধর করা, জোনমনিরাভাকে মৃত্যুর পূর্বে ধর্ষন করা এই ধরনের বিভিন্ন বিস্ফোরক মন্তব্য ও করে। তাছাড়া, ঘটনা সংঘটিত হ ওয়ার সেই দিনে রাত্রে১২-১৫ মিনিটে জুনমনি রাভাকে পুলিশ সুপার কে রিজার্ভ ক্লজ করা ঘটনাতে রহস্যের সৃষ্টি করেছে।আন্যদিকে গুয়াহাটি হতে যেতে থাকা বোকাখাতের একজন গাড়ীর চালকে দুর্ঘটনার সময়ে এক ভাষ্য প্রদান করেছে। সে গুযাহাটী হতে যেতে থাকা অবস্থাতে জখলাবন্ধাতে অল্প সময়ের জন্য বসে সে সকলো প্রত্যক্ষ করেছিল। তিনি আরও বলেন যে খুন্দা মারার আগে জোনমণির গাড়ীটি উপকৃত স্থানে ছিল।যখনি গাড়ীটি সামনে গিয়েছিল তখনি মহিলার মৃতদেহ গাড়ীটির ভিতরে দেখেছিল।খারা হয়ে থাকা গাড়ীটিতে কন্টেইনারটি খুন্দা মেরেছিল বলে লোকজনে বলে।লোকজনে বলা মতে দূর্ঘটনার পূর্বে রাভার গাড়ীর হতে একজন লোক নেমে গিয়েছিল।অন্যদিকে গতকাল নগাঁও জেলার পুলিশ সুপার নগাঁও পুলিশের বৃহৎ রদবদলের নির্দেশ দেয়।কনিষ্টবল পর্যায়ের১৪৮জন পুলিশ কে তৎকালীন ভাবে বদলি করে।অসম পুলিশের আইন , ২০০৭র৪৬নংদফার অধীনে গ্ৰহন করা এই সিদ্ধান্তের পর জেলাটির ভিতরে রদবদল করা হয়েছে পুলিশ দের।জোনমনি রাভার মৃত্যুর পর হ ওয়া এই রদবদলেএক তৎপর্যপূর্ণ ইংগিত বহন করেছে।জোনমনি রাভারদূর্ঘটনার সম্পর্কে তদন্তের সম্পর্কে সি আই ডি মধ্য মন্ডলের এছ পি ধ্রুব্ বরায় বিশেষ মন্তব্য করা হতে বিরত থাকে। তিনি বলেন যে, ঘটনা সম্পর্কে উদ্ধতম কতৃপক্ষে তুলে ধরবে।এই কথাতে স্পষ্ট হয়ে পরেছে যে ঘটনার সঠিক তদন্ত করলে বহু পুলিশ বিষয়া গ্ৰেপ্তারের সম্মৃখীন হতে পারে।
কোন মন্তব্য নেই