*গ্রেটার নয়ডা (ওয়েস্ট) বেঙ্গলি অ্যাসোসিয়েশনের নতুন পরিচালন কমিটির দায়িত্ব গ্রহণ*
নয়া ঠাহর প্রতিবেদন, নয়ডা এক্সটেনশন - সমাজসেবী উত্তম বসুর নেতৃত্বে গ্রেটার নয়ডা (ওয়েস্ট) বেঙ্গলি অ্যাসোসিয়েশনের নতুন ম্যানেজমেন্ট কমিটি রবিবার দায়িত্ব নিলো আগামী এক বছরের জন্যে। নতুন কমিটির নির্বাচন প্রক্রিয়া এক সাধারণ সভায় সম্পন্ন হয়।
পঞ্জীকৃত সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনার রূপে পুরো নির্বাচন প্রক্রিয়ার পরিচালনা করেন সুপরিচিত সাংবাদিক রত্নজ্যোতি দত্ত। সমাজসেবী সাগর সরকার সহ-নির্বাচন কমিশনারের সার্থক ভূমিকা পালন করেন পুরো প্রক্রিয়ায়।
এসোসিয়েশনের সাধারণ সদস্যরা নিম্নলিখিত ব্যক্তিদের সংস্থা পরিচালনার জন্য নির্বাচিত করেছেন।
নুতন পরিচালন কমিটির পদাধিকারীর নাম নিচে দেওয়া হলো :
সভাপতি - উত্তম বোস
সহ-সভাপতি - বিশ্বজিৎ দত্ত
সাধারণ সম্পাদক- তুহিন হাজরা
যুগ্ম সম্পাদক- নবীন দত্ত
সাংস্কৃতিক সম্পাদিকা - অন্তরা রায়
যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক- গৌতম দেব
কোষাধ্যক্ষ - সূর্য ঘোষ
যুগ্ম কোষাধ্যক্ষ - রূপেশ দাস
সদস্য
অনিমেষ মুখার্জি
যতীন বাগচী
শুভাশীষ ঘোষ
সুরজিৎ ঘোষাল
কোন মন্তব্য নেই