লিখিত পরীক্ষা তে শতাংশ পাওয়া সত্বেও বরাক এর প্রার্থীদের আটকে দেওয়া হয়েছে সরব বরাক democratik ফ্রন্ট
লিখিত পরীক্ষায় ৯৬ শতাংশ পাওয়ার পরও স্কিল টেস্টে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে আটকে দেওয়া হচ্ছে বরাকের প্রার্থীদের - প্রতিবাদে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
রাজ্য সরকারের অধীনে কৃষি, প্রযুক্তি, নার্সিং ইত্যাদি সমস্ত বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্কিল টেস্টে বৈষম্যের শিকার হচ্ছেন বরাকের প্রার্থীরা। আজ শিলচর পেনশনার্স ভবনে তেমনই কিছু বঞ্চিত প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে এসবের প্রতিবাদে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এদিন যুব ফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে যেকোন নিয়োগের 'ইন্টারভিউ বোর্ড ' এর নিরপেক্ষতা থাকা দরকার। কিন্তু বাস্তবে বরাকের প্রার্থী জানলেই দিশপুরের আধিকারিকরা প্রার্থীদের বিভিন্ন হেনস্থা করেন । তিনি বলেন বরাকের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের প্রার্থীদেরই নিযুক্তি দিতে হবে। বিডিএফ এই ইস্যুতে প্রথম থেকে আন্দোলন করে আসছে। বিভিন্ন সরকারি অফিসে এই ইস্যুতে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে এবং সফল বরাক বনধও করা হয়েছে।তিনি বলেন এবার যারা বঞ্চিত হয়েছেন সেসব যুবক যুবতীরাও আমাদের সাথে এই প্রতিবাদে যুক্ত হচ্ছেন। এটা শুভ লক্ষণ।
বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এদিন বলেন যে মুখ্যমন্ত্রী ধাপে ধাপে প্রায় এক লাখ প্রার্থীর নিয়োগের যে পদক্ষেপ নিচ্ছেন সেজন্য বিডিএফ এর পক্ষ তিনি তাঁকে সাধুবাদ জানাচ্ছেন। তবে প্রথম পর্বে যে ৪০০০০ প্রার্থীকে নিয়োগ করা হয়েছে তার মধ্যে বরাক উপত্যকা থেকে মাত্র ১০৭ জন নিযুক্তি পেয়েছেন। প্রদীপ বাবু বলেন এক লাখ পদে জনসংখ্যার নিরিখে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাক উপত্যকা থেকে অন্তত ১৫০০০ প্রার্থী নিযুক্তি পাওয়ার কথা। তিনি বলেন যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাওয়ার মেধা বরাকে নেই এটা বিশ্বাসযোগ্য নয়। এবারের মাধ্যমিকের মেধা তালিকায় বরাকের প্রার্থীদের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলে গেলেন যে বরাক থেকে ২০ শতাংশ প্রার্থী প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অথচ বারবার অনুরোধ সত্ত্বেও জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়নি ।
প্রদীপ বাবু বলেন একদিকে বরাক থেকে নিযুক্তির ব্যাপারে কোন তথ্য দেওয়া হয়না, এমনকি আরটিআই করেও কোন তথ্য পাওয়া যায় না, অন্যদিকে গৌহাটিতে ডেকে নিয়ে স্কিল টেস্টের নামে বরাকের যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন আগামী ২৫ তারিখ কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে যে ৫০০০০ হাজার নিযুক্তি দেওয়া হবে তাতে বরাকের প্রার্থীরা যাতে কোনভাবে বঞ্চিত না হন। এবং অবশ্যই জেলা ভিত্তিক নিয়োগ প্রাপ্তদের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে। অন্যথা এনিয়ে অবিলম্বে বৃহত্তর আন্দোলনে নামবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিনহাজ উদ্দিন আহমেদ। এবারের 'ডিরেকটরেট অব মেডিকেল এডুকেশন' আয়োজিত ইলেকট্রিসিয়ান পদের লিখিত পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পাওয়া স্বত্ত্বেও স্কিল টেস্টে তাঁকে আটকে দেওয়া হয়েছে। মিনহাজ এদিন স্পষ্ট ভাষায় বলেন যে তিনি ও তার মতো যারা বঞ্চিত হয়েছেন সবাই চান যে বরাকের পদে এখান থেকে স্থানীয় ভাবে নিযুক্তি পরীক্ষা নেওয়া ও স্থানীয়দের নিযুক্তি দেওয়া হোক। অন্যথা এনিয়ে বৃহত্তর আন্দোলনে বিডিএফ এর সমর্থনে থাকবেন তাঁরা।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।
কোন মন্তব্য নেই