Header Ads

রবীন্দ্র নজরুল জয়ন্তী উদ্ যাপন

  নয়া ঠাহর:প্রজেক্সেল ফাউন্ডেশন (একটি সামাজিক-সাংস্কৃতিক ও মানব উন্নয়ন এনজিও) এর প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমতী সীমা পুরকায়স্থ রায়ের উদ্যোগে সাউথ পয়েন্ট স্কুল প্রাঙ্গণে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথ পয়েন্ট স্কুলের পরিচালক শ্রীমতী মন্দিরা চন্দ, আরএমএসএস নারী শক্তির প্রতিষ্ঠাতা ডঃ নম্রতা শর্মা, কবি, সমাজকর্মী দিপান্বিতা খান মুখার্জি, প্রতিষ্ঠাতা পরমপাড়ার নীলাঞ্জনা দাস পুরকায়স্থ প্রমুখ, এবং প্রলয় রায়ের (স্বরলিপির প্রতিষ্ঠাতা) ও উপস্থিত ছিলেন।।
প্রজেক্সেল পারফর্মিং আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিশু থেকে শুরু করে সিনিয়র শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি এবং বিশেষ সৃজনশীল এআরটি প্রদর্শনীর মাধ্যমে কাজী নজরুল ইসলামের লাইভ পোর্ট্রেট তৈরি করেছে এবং জুনিয়র শিক্ষার্থীরা রবিন্দ্রনাথ ঠাকুরের লাইভ পোর্ট্রেট তৈরি করেছে।  
প্রজেক্সেলের পরিচালক তাবলীস্ট ও গান গাওয়ার যাত্রায় অবদানের জন্য মিসেস মাধুরী দাসকে পুলন গামোসা এবং একটি স্মারক দিয়ে সম্মানিত করেছেন এবং রবীন্দ্র পদওয়ালি নৃত্যে অবদানের জন্য মিসেস পারিজাত দাসকেও সম্মানিত করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.