কান্দি পৌরপতি , কান্দি পৌরসভা, বিনীত নিবেদন এই যে আমরা কান্দি জেল রোডের দের শো বছরের আদি বাসিন্দা , অসমে সাংবাদিকতা করি। কান্দিতে আমাদের ভাইপো সব্য সাচী গুপ্ত ওরফে শুভ বেকার জীবন কাটাচ্ছে।সেই বেকারত্ব দূর করার তাগিদে বাড়ির সম্মুখে অল্প খালি জায়গা 10 ,10 ফুট ছোট্ট এলাকায় টিনের শেড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিয়ম নীতি মেনে কাজ করি। ছোট্ট চায়ের দোকান ঘর তৈরি করতে একজনের বেকার জীবন ঘুচে যায়।নতুন করে জীবন গড়ে তুলতে পারে।সরকার ই বেকার যুবকদের কর্ম সংস্থানের নানা সুযোগ দিচ্ছে।সেই সুযোগ থেকে বঞ্চিত ভাইপো শিক্ষিত বেকারের স্ব নিয়োজিত প্রকল্প হিসাবে কাজটি করেছিলাম। প্রথমেই বাধা এল আপনাদের কাছ থেকে। আপনাদের দুজন কর্মী কোনো অনুমোদিত চিঠি ছাড়াই এসে এই কাজ বন্ধ করে দেন। আমাদের কাজটি চালু করার অনুমতি দিলে টিনের ছোট্ট শেডটি চালু করতে পারি।এই বিষয় টি পৌরপরি জয় দেব ঘটক এর এবং বিধায়ক অপূর্ব সরকারের দৃষ্টি গোচর করেছি। এখন আপনাদের উপর সব নির্ভর করছে।আশা করি সুবিচার পাবো ধন্যবাদ সহ ,, অমল গুপ্ত, অরূপ গুপ্ত ,কান্দি জেল রোড কান্দি 742137 মোবাইল নম্বর 8638829114
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই