Header Ads

অসমে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ছাত্রীদের জয় যাত্রা অব্যাহত

নয়া ঠাহর  গুয়াহাটি: অসমে  বারবার প্রশ্নপত্র  ফাঁস হওয়ার পর  আজ  2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ  পেয়েছে। 4 লাখ  22 হাজার 174 জন  পরীক্ষা দিয়েছিল। ধেকুয়াজুলি র   হৃদম   ঠাকুরিয়া প্রথম স্থানে লাভ করেছেন। উত্তিনের হার৭২,৬৯  শতাংশ। ঠাকুরিয়া র সব দায়িত্ব গ্রহণ করবেন মন্ত্রী অশোক   সিংহল।  দ্বিতীয় স্থান অধিকার করেছেন চার জন। নালবারির লাকি দেবী চৌধরী নগোও এর , ইসরাত ফারিয়া, মন মিতা শর্মা,  ও   নীল ফার রহমান ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.