তীব্র গরমে জন জীবন বিপন্ন, বাংলা মরু ভূমি কে টেক্কা দিচ্ছে
নয়া ঠাহর ,কলকাতা দক্ষিণ কলকাতার কয়েক হাজার মানুষ এক ফোঁটা জল পারছে না. মোকা নামে সামুদ্রিক তুফান আসছে 200 কিলোমিটার বেগে.
বঙ্গ র যে কোনও জনপদের 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা অতিষ্ঠ জনজীবন. ।একই অবস্থা বাংলাদেশের o। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে. মানুষ কষ্ট করেও 35,40,হাজার টাকা খরচ করে এসি মেশিন কিনছে. যার ফলে বাইরে তাপমাত্রা বিরূপ প্রভাব পড়ছে রোগ ব্যাধি বেড়ে গেছে ।গত 24 ঘন্টা দেশে 2000 আক্রান্ত হচ্ছে। তাপমাত্রা যদি বাড়তে থাকে তবে মানুষের বাঁচার পথ রুদ্ধ হয়ে যাবে. দেশে জল সংরক্ষন হচ্ছে না।। মানুষ গাছ কেটে শেষ করছে গাছ লাগাই না। খাল বিল নদ নদী শুকিয়ে যাচ্ছি।
কোন মন্তব্য নেই