Header Ads

শঙ্কর দেব , মাধব দেবের হাতে লেখা পুঁথি উই পোকা তে কাটছে নষ্ট হচ্ছে কোচবিহারে

অমল  গুপ্ত অসমের জাতীয় জীবনের  অঙ্গ  শ্রী শ্রী শঙ্কর  দেব  মাধব দেবের  জীবন আদর্শ  তার জীবনের  নানা  গল্প  আঁধারে   নানা কাহিনী  তৈরি  হয়েছে। সেই মহাপুরুষ  শঙ্কর  দেবের  জীবনের  নানা কথা  লেখা আছে  কোচবিহার  রাষ্ট্রীয়  গ্রন্থাগার  তাল পাতার  পুঁথি তে আজ আসনের প্রথম সারির  সংবাদপত্র  দৈনিক অসম  এর   সম্পাদকীয়  তে  উল্লেখ করে উদ্বেগ  করা  হয়েছে।;অসম  শঙ্কর দেবের  সমাধি ক্ষেত্রে  স্মৃতি   রক্ষণাবেক্ষণ  করতে  বার্থ  হয়েছে. প্রাক্তন মন্ত্রী  অঞ্জন দত্ত   কোচবিহারে  সমাধি ক্ষেত্রে  সফর করে  অভিযোগ  করেছিলেন কেবল তেলের অভাবে   jagotgurur  সমাধি ক্ষেত্রে প্রদীপ  জ্বলে  না  তিনি এক লক্ষ  টাকা দান করে এসেছিলেন।শঙ্কর দেব  প্রাণের   ভয়ে  ব্রহ্মপুত্র  সাঁতার কেটে  কোচবিহার এর    মধু পুর  পালিয়ে যান। কোন শত্রু  তাকে তাড়িয়ে  দিয়েছিল  তার  তদন্ত  হয়েছিল  কি? অসমে  প্রতি ক্ষেত্রে  বলা হয়  শঙ্কর দেব - আজান ফকি  এর শান্তির ভূমি  সাম্প্রদায়িক সম্প্রীতির   মিলন ভূমি। সেই মিলন ভূমির আদি পুরুষ  কে অবহেলা  করা হচ্ছে. । মধু পুর   সমাধি ক্ষেত্র পরিচয় চালানো  করতে পশ্চিমবঙ্গ  সরকার  বছরে  মাত্র 20 টাকা  অনুদান  দিয়েছে  আগে এখন  বৃদ্ধি করেছে।অসম  সরকার  মহান গুরু শঙ্কর দেব  স্মৃতি  রক্ষণাবেক্ষণ  করতে  কত টাকা  খরচ  করছে?তার হাতে লেখা  পুঁথি  অসমিয়া জীবনের   অমূল্য  সম্পদ তা উই  পোকা  খেয়ে ফেলবে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.