সাগর দীঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দেন
নয়া ঠাহর ,কলকাতা মুর্শিদাবাদ জেলার সাগড়দিঘি র কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস 20 হাজারের বেশি ভোটে জয়লাভ করেন।সেই বিধায়ক উপ নির্বাচনের তিন মাস পরে নিজের জেলার বাইরে তৃণমূলে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে দলীয় পতাকা তুলে দেন । সাংসদ অধীর চৌধুরী বলেন বায়রন কে কংগ্রেস দলের সাহার্য্য নিয়ে বিধায়ক হয়েছেন।নতুবা পারতেন না।
কোন মন্তব্য নেই