সাক্ষী মালিক,বিনেশ ফোগত রা তারকা কুস্তিগীর আক্রান্ত আবার
নয়া ঠাহর,কলকাতা- বজরং পুনিয়া,বিনেশ ফোগত , সাক্ষী মালিক বিশ্ব কুস্তি প্রতিযোগীরা তে সোনা রূপা এনেছেন। তারা কুস্তি ফেডারেশন এর সভাপতি, সংসদ ব্রিজভূষনের বিরুদ্ধে ধর্ষনের মত গুরুতর অভিযোগ করেছিলেন।তার বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ করে মাসখানেক ধরে ধরনা দিচ্ছে।তাদের কে গতকাল হেনস্তা করে।আজ পর্য্যন্ত বিচার পাননি। নিরোজ চোপড়া বলেছেন এই ঘটনা দেখে কষ্ট হচ্ছে।সরকার ঠিক মত সামলাতে পাচ্ছে না।
কোন মন্তব্য নেই