বিশিষ্ট কথা সাহিত্যিক সমরেশ মজুমদার চলে গেলেন
নক্ষত্রপতন চলে গেলেন বিশিষ্ট কথাসাহিত্যিক
সমরেশ মজুমদার (১৬.২.১৯৪৪ - ৮.৫.২০২৩)
"মন খুলে যদি ঘুমাতে পার তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই।"
~সমরেশ মজুমদার (না আকাশ না পাতাল )
বাংলা সাহিত্যের আরও এক উজ্জ্বল নক্ষত্রের পতন হয়ে গেল। চলে গেলেন সেই ঘুমের দেশে প্রবাদপ্রতিম সাহিত্যিক সমরেশ মজুমদার। আপনি "কালপুরুষ" নক্ষত্র হয়েই মহাকাশে বিরাজমান থাকুন।
সাতকাহন, কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার, আট কুঠুরি নয় দরজা এমনই সব অসাধারণ গল্পের রূপকার বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র, কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আজ থেকে তিনি আমাদের মাঝে আর সশরীরে উপস্থিত হবেন না।
তাঁর লেখায় বারবার উঠে এসেছে আংরাভাসা নদী ,জলপাইগুড়ি শহরের অলিগলি মানচিত্র ,করলানদী,ডুয়ার্সের সবুজ চা বাগানের সাধারণ মানুষদের গল্প তাদের জীবন সংগ্রাম।
কিন্তু তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে সাহিত্যাকাশে বেঁচে থাকবেন অনন্তকাল। বিনম্র শ্রদ্ধা প্রিয় শ্রদ্ধাভাজন। অনির্বাণ শান্তি লাভ করুন।
কোন মন্তব্য নেই