পুরি -হাওড়া গামী বন্দে ভারত ট্রেনের কামরায় বাজ পড়ে
নয়া ঠাহর , কলকাতা: :আজ পুরি থেকে হাওড়া গামী বন্দে ভারত স্পেশাল ট্রেনের কামরাযi বাজ পড়ে। উড়িষ্যার জাজ পুরে এক সেতুর উপর বাজ পড়লে সব অন্ধকার ডুবে যায়। টয়লেট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে যাত্রীরা অভিযোগ করেছে। তিন ঘণ্টা ধরে ট্রেনটি থমকে দাঁড়ায়।নতুন ইঞ্জিন লাগিয়ে বন্দে ভারত কে চালানো হয়।এদিকে আজ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারতের মহড়া চালানো হয়।
কোন মন্তব্য নেই