প্রধানমন্ত্রীর গায়ে চমকপ্রদ জ্যাকেট
নয়া ঠাহর, কলকাতা:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের এক বৈঠকে গায়ে এক ক্রিম রং এর জ্যাকেট পড়েছিলেন তা ফেলে দেওয়া বোতল ভেঙে তৈরি রাসায়নিক পরীক্ষায় সৃষ্টি সুতো দিয়ে জ্যাকেট টি তৈরি করা হয়েছে । যা পরিবেশ দূষণ প্রতিরোধে করা হয়েছে. । দেশের 100 কোটি টাকা ব্যয় করে কোটি কোটি ফেলে দেওয়া বোতল ভেঙে এই সুতো তৈরি করছে petroluum মন্ত্রক।বিশ্বে প্লাস্টিক মুক্ত বার্তা দিতে প্রধানমন্ত্রী র এই অভিনব পদক্ষেপ. ক্রিম রঙের জ্যাকেট।
কোন মন্তব্য নেই