নয়া সংসদ উন্মোচন রবিবার তার আড়ালে গল্প
চিদাম্বরম কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে যে বাড়িতে 10 বছর ছিলেন সেই বাংলো কিনেছিলেন স্ত্রীর নামে কিন্তু দুজনেই থাকতেন একই বাড়িতে! কিন্তু স্ত্রীকে বাড়িওয়ালা দেখিয়ে ভারত সরকারের কাছ থেকে প্রতি মাসে 20 লক্ষ টাকা ভাড়া নিতেন!
দ্বিতীয় নতুন সংসদ ভবন নির্মাণ করা হচ্ছে অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা!
ভারত সরকারের 30-40টি মন্ত্রণালয় ভাড়া করা ভবনে থেকে কাজকর্ম চলতো! একটি মন্ত্রকের ভাড়া এক বছরের জন্য 20-25 কোটি টাকা এবং সমস্ত মন্ত্রকের বাড়িওয়ালারা বা বাড়ির মালিক হলেন কংগ্রেসি নেতা এবং বামপন্থী নেতা!
তাই তারা নতুন সংসদ ভবন নির্মাণের প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে! কারণ নতুন সংসদ ভবন তৈরি হলে নতুন সংসদে সমস্ত মন্ত্রণালয় স্থানান্তরিত হলে কংগ্রেসি ও বামপন্থীদের ভাড়া খাওয়া বন্ধ হয়ে যাবে!
নতুন সংসদ ভবন নির্মাণে মোট 975 কোটি টাকা ব্যয় হবে! যেখানে আজ 30-40টি মন্ত্রণালয়ের জন্য ভাড়া বাবদ সারা বছরের জন্য প্রায় 500 কোটি টাকা দিতে হয়!
এর মানে নতুন সংসদ ভবনটি মাত্র 2 বছরের ভাড়া দিয়ে তৈরি হবে!
সে কারণেই সেন্ট্রাল ভিস্তার বিরোধিতা করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কংগ্রেস ও বাম্পন্থীরা!
গতকাল সুপ্রিম কোর্ট আবেদনকারীকে এক লাখ টাকা জরিমানা ও কঠোর তিরস্কার করে আবেদন খারিজ করে দেয়! মোদিজি সুপ্রিম কোর্টকে সব জানিয়েছিলেন!
এখন আমাদের ও আপনাদের ভাবতে হবে দেশের প্রকৃত শুভাকাঙ্খী কে?
এই বার্তার মধ্যে যদি জাতীয় স্বার্থ থাকে তবে এটিকে অবশ্যই করুন!
কারণ সত্য জানা অধিকার জনগণের আছে!
ধন্যবাদন্তে -
OmprD~(🇮🇳সংগৃহীত)
কোন মন্তব্য নেই