হিন্দু মুসলিম সাম্প্রদাযিক সম্প্রীতি রক্ষা করছেন কান্দির তৃণমূল বিধায়ক অপুর্ব সরকার
অমল গুপ্ত, কলকাতা মুর্শিদাবাদ জেলা আজ মুসলিম অধ্যুষিত জেলা প্রায় 65 শতাংশ মুসলিম ,এই জেলার সুনাম আছে মুসলিমরা সাম্প্রদায়িক নন।এই জেলাই সেই রাজনীতিবিদ সফল হবেন যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সম দৃষ্টি ফেলে উভয় জন গোষ্ঠীর কল্যানে ব্রতী হবেন। সেই সর্ব গুণের অধিকারী অপূর্ব সরকার যিনি ডেভিড বলে জনপ্রিয়। কান্দির এপ্রান্ত থেকে ও প্রান্ত প্রায় 24 ঘন্টা ঘুরে উভয় জনগোষ্টির নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।অবশ্যই তা সমধান করার চেষ্টা করেন। কান্দির প্রাক্তন বিধায়ক অতীশ সিংহ রাজ পরিবারের সন্তান তাই তাঁর পায়ের দামি জুতো গ্রাম গঞ্জের ধুলোতে নষ্ট হয় নি। গ্রাম বাংলা র উন্নতি করতে হলে গ্রাম কে জানতে হবে সেখানেই ঈশ্বর থাকেন দুস্থ গরিব মানুষের বাস অখ্যাত সব গ্রামে সেই গ্রাম দেবতার সেবা যিনি করবেন তিনিই সফল হবেন।সেই দিক থেকে সবার প্রিয় ডেভিড ব্যতিক্রম। তিনি সদাই গ্রামের ধুলো ধুসরিত গ্রামের পথে পথে ঘোরেন।গ্রাম দেবতার খবর রাখেন।গ্রাম দেবতার আশীর্বাদ ও তিনি পাবেন। এছাড়া দরিদ্র মানুষের, অভাবি মানুষের মনের খবর রেখে রাজনীতি করা মানুষ সফল হবেন। মনের ভাষা পড়ে সেই ভাষাতে কথা বলার বাহা দুরি থাকা চায়। ডেভিড সেই গ্রামের ভাষাতে সাবলীল স্পষ্ট উচ্চারণে ভাষণ দেন ডেভিড। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মালদার সভাতে প্রশ্ন উত্তরে ডেভিড কে সারা দেশ দেখেছে। কোনো জড়তা ছিল না। মুখ্যমন্ত্রী একবারের জন্যেও মেজাজ হারান নি। সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এর মধ্যেও ডেভিড এক জমির বাসিন্দার জমির অধিকার নিয়ে প্রশ্ন তোলেন। এই সভাতে মূখ্য মন্ত্রী ডেভিড কে দলে চেয়ারম্যান পদ দেওয়ার কথা ঘোষণা করেন। তার পর থেকে ডেভিডের খাওয়া ঘুম ছুটে গেছে। সব অঞ্চল থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। দায়িত্ব ও মর্য্যাদা বহু গুন বেড়ে গেছে। হাজার সমস্যা, হাজার অভাব অভিযোগ ঠান্ডা মাথায় শোনা সহজ কথা নয়।তাই গ্রাম দেবতার মনের ভাষা পড়েই কান্দির আম জনতার সেবা করে যাচ্ছেন ডেভিড। যেখানে জাত পাত নেই আছে শুধু নিরলস সেবা। আগামী নির্বাচনে সেই ডেভিড আবার নতুন আশা নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির হবেন।গ্রাম দেবতার অফুরন্ত আশীর্বাদ ভালবাসা কুড়বেন তা অগ্রিম পূর্বাভাস দিয়ে রাখলাম।
কোন মন্তব্য নেই