অসমের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আইনজিবি ঋষি রাজ শর্মা প্রয়াত
অমল গুপ্ত ,কলকাতা: রাজ্যের বিশিষ্ট শিল্পী দিলীপ শর্মা শিল্পী পত্নী সুদাক্ষীনা শর্মার পুত্র ঋষিরাজ শর্মা আজ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন।কলকাতা রবীন্দ্র নাথ ঠাকুর হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।আমার পত্নী সান্তনা গুপ্ত কলকাতার ওই হাসপাতালে চিকিৎসা করার সময় এই প্রতিবেদকের সঙ্গে পরিচয় হয়েছিল।সাহিত্য সংস্কৃতি জগতে তিনি কলকাতায় চিকিৎসার সময় বাংলা ভাষাকে আঁকড়ে ধরেছিলেন। সেখানেও চর্চা করতেন।রবীন্দ্র সঙ্গীত a পারদর্শী ছিলেন। তার বাবা দিলীপ শর্মা শান্তিনিকেতনের কৃতি তার ছাত্র ছিলেন।তার ভরাট গলায় রবীন্দ্র সঙ্গীত বাঙালি রা ভুলতে পারবে না।পুত্রও খুব ভালো রবীন্দ্র সঙ্গীত জানতেন। ঋষি রাজ শর্মা অসমীয়া o বাংলা সাহিত্যে একজন বিশিষ্ট শিল্পী ছিলেন।তার সঙ্গে আমার পত্নীর রোগ নিয়ে তিনি বহু পরামর্শ দিয়েছিলেন। হোয়াটস অ্যাপ বন্ধুত্ব পূর্ন সম্পর্ক ছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। রবীন্দ্র জয়ন্তী উদযাপনের আগেই রবীন্দ্র সংগীত শিল্পী না ফেরার দেশে চলে গেলেন।
কোন মন্তব্য নেই