Header Ads

নওগাঁ শহরের এক বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী

হয়বরগাঁও আদর্শ হাইস্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন।
সুনীল রায় নগাঁও ৯মে :- আন্য আন্য বছরের মত এই বছরে ও সারাদিন ব্যাপী কার্য্যসূচীরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়।এই উপলক্ষে আজ বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি তে মাল্য প্রদান করে ২নং ওযার্ডের প্রাক্তন পৌর কমিশনার অনুপ কুমার সাহা।তার পর বিদ্যালয়টিতে নতুন করে নির্মাণ করা প্রায় ১৫লাখটাকা খরচ করে প্রাক্ষাগৃহটি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করে হযবরগাঁও শিশু বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সরকারে।উদ্ধোধন করে তার ভাষনে বলেন যে এই বিদ্যালয়ে দীর্ঘ ৩০বছর কাজ করে অবসর গ্ৰহন করেছি।বিদ্যালয়টিতে আমার চাকুরী জীবনে য়াঅবস্থা ছিল। আজকে বহুত উন্নত হয়েছে আমি এর জন্য এই অঞ্চলের সকলকে ধন্যবাদ জানাই।তাছাড়া এই প্রাক্ষাগৃহটি স্থানীয় জনগন এবং শিক্ষক শিক্ষয়র্তীরা তাদের নিজেদের দান বরঙনী দিয়ে এই প্রাক্ষাগৃহটি নির্মান করেছে তারজন্য সকলকে ধন্যবাদ জানাই।এই উপলক্ষে অনুষ্ঠিত সভাতে মূখ্য অতিথি হিসেবে অংশ গ্ৰহন করে নগাঁও পৌরসভার উপ -সভাপতি সীমান্ত বরা ছাড়াও হয়বরগাঁও আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষিকা রবী শ ইকীয়া ছাড়াও ২নং ওযার্ডে কমিশনার বুলবুলি সাহা ছাড়াও প্রাক্তন ছাত্র ছাত্রী ছাড়াও বর্তমানের ছাত্র-ছাত্রী অভিভাবকরা অংশ গ্ৰহন করতে দেখা যায়।এই উপলক্ষে বিদ্যালয়টিতে চিত্রাংকন , রবীন্দ্র সংগীত , রবীন্দ্র নৃত্য, প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযগীতাতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে ২০১২ সনে রাজ্যে কংগ্রেস সরকারে দিনে তৎকালীন মন্ত্রী রকিবুল হুসেইনে এই বিদ্যালয়ের সামনে পাথরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি স্থাপন করে ছিল সেই সময় হতে এই অঞ্চলের সমাজকর্মী প্রনবেন্দ রায়ে প্রতি বছরে রবীন্দ্র জয়ন্তী পালন করে আসছিল ।এই বছরটিতে বিশাল আয়োজনে পালন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.