কান্দির কাছে গুন্দুরিয়া গ্রামে বাঘ রোলের হানা
নয়া ঠাহর। কলকাতা , কান্দি সহরের কাছে গুঁদুরিয়া অঞ্চলের হামিদপুর গ্রামে আজ এক বাঘ হানা দেয়। পরে জানা যায় বাঘ নয়, বাঘ রোল এক আখের জমিতে পালায় গ্রামবাসী তাড়া করলে বৈদ্য নাথের বাড়িতে গিয়ে ঢুকে পড়ে।বন দপ্তর কে খবর দেওয়া হয়, বন দপ্তর এর মানুষ এসে খাঁচায় পুরে নিয়ে যায়। এই বাঘ কে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে গ্রামবাসী সুভাষ মণ্ডল জানান।
কোন মন্তব্য নেই