হরিদ্বারে গঙ্গা নদীতে পদক বির্সজন দেবে মল্লযোদ্ধারা
নয়া ঠাহর , দিল্লী: গত ৩৫,দিন ধরে দেশের তারকা মল্ল যোদ্ধারা অনশন ধর্মঘট করছেন। সাক্ষী বজরং প্রমুখ সিদ্ধান্ত নিয়েছে গঙ্গার জলে বির্সজন দেবে। মল্ল বীর দের সংগঠন সভাপতি ব্রজ ভূষণ সিং এই দুর্নীতিপরায়ণ মল্ল বীরদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে গুরুতর অপরাধ করেছেন। উত্তর প্রদেশের এই বিজেপি সাংসদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। আজ সন্ধ্যা ৬টার মধ্যে কেন্দ্র কোনো ব্যাবস্থা না নিলে সাক্ষী, বজরং ,পুনিয়া প্রমুখ মল্ল বীর র তাদের পাওয়া পদক জলে নিক্ষেপ করবেন।আর ইন্ডিয়া গেটে আমরণ অনশন শুরু করবে। নয়া সংসদ উন্মোচন করার দিন তাদের পুলিশ চূড়ান্ত ভাবে হেনস্থা করে।বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে ব্রজ ভূষণ কে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।রাতের খবর সফল খেলোয়াড় রা তাদের মেডেল গঙ্গা নদীর তে ফেলতে গেলে কৃষক মোর্চার নেতা সব মেডেল কেড়ে নিয়ে তাদের 5 দিন সময় দেন. কেন্দ্রের সঙ্গে কথা বলবেন।
কোন মন্তব্য নেই