Header Ads

মণিপুরের মেইতি সম্প্রদায়ের মনিপুরিরা সংখ্যা গরিষ্ঠ হিন্দু তারা বৈষ্ণব ধর্মের ,বাকি কুকি উপজাতি গোষ্ঠী খ্রিস্টান ধর্মের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলছে

অমল গুপ্ত,কলকাতা:মণিপুরের সংবিধানের ৩৫৫ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সাসনের অধীনে আনা হলেও  পরিস্থিতি নিয়ন্ত্রণে র বাইরে চলে গেছে। সেনা অফিসার সহ   ৫০  জনর বেশি নিহত হয়েছে।এই ঘটনার আঁচ পড়েছে মিজোরাম, মেঘালয়ে,  দক্ষিণ অসমের বরাক উপত্যকার কাছার জেলাতে জিরি নদী পেরিয়ে মণিপুরের প্রায় ১৫০০ ভীত সন্ত্রস্ত মানুষ   ঠাই নিয়েছেন।  হাইকোর্ট একবার   মনিপুরী দের উপজাতি    দেবার  আশ্বাস দিয়েছিল  তা নিয়ে  বেশি উৎসাহী কুকি সম্প্রদায়ের সংখ্যা লঘু উপজাতি গোষ্ঠী মনিপুরী দের আক্রমণ শুরু করে। সংখ্যা গরিষ্ঠ মনিপুরী  যেমন গির্জ্জা  আক্রমণ করে তেমনি কুকিরা বেশ কিছু মন্দির জ্বালিয়ে দেয়। কুকিদের পিছনে মিশনারীদের সমর্থন আছে। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় মণিপুরে মানুষের কাছে  শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।অসমের. মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে j ঠাই নেওয়া মনিপুরী উদ্বাস্তু দের  যাবতীয় থাকা  খাওয়ার ব্যাবস্থা করে দিয়েছেন।ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার যেসব ছাত্র আটকা পড়েছে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন।চুরাচান্দপুর কুকীদের জেলা।দেখা মাত্র গুলির অর্ডার দেওয়া হয়েছে।রেল যোগাযোগ বন্ধ  ইন্টারনেট বন্ধ। নিট  ছাড়া সব পরীক্ষা বাতিল করা হয়েছে।রাজ্যে হিন্দু৪৬শতাংশ,খ্রিস্টান৩৪শতাংশ,মুসলিম ৯শতাংশ।জনসংখ্যা২৭,২১,৭৫৬

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.