Header Ads

গুয়াহাটি ঝলুকবাড়ি তে গভীর রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় সাত জন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র নিহিত

নয়া ঠাহর ,গুয়াহাটি,কলকাতা=পশ্চিম বঙ্গ তৃণমূল সরকার, অসমের বিজেপি সরকার   মদ বিক্রি উৎসাহ  দিয়ে  মদ থেকে কোটি কোটি টাকা রাজস্ব সংগ্রহ  করছে, একবারও    ভাবছে না মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মদ খেয়ে যুবসমাজ   তলিয়ে  যাচ্ছে। গতকাল গুয়াহাটির ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হওয়া  গাড়িতে মদের বোতল পাওয়া গেছে।নিহত অসম ইঞ্জিনেরিং কলেজের নিহত  ছাত্র রা কি মদ খায় নি।পোস্টমর্টেম করলে টা প্রমাণিত হবে। রাতে  হোস্টেলের প্রাচীর টপকিয়ে    ছাত্ররা কি ভাবে রাত দুটোর সময় বাইরে গেল এমন বহু প্রশ্ন উঠেছে।এত রাতে চাঁদ ডুবি কেন গিয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.