খড়গপুর আই আই টির ছাত্র ফাইজন আহমেদ কে কি হত্যা করা হয়েছিল? তার দ্বিতীয়বার পোস্টমর্টেম
নয়া ঠাহর,কলকাতা:পশ্চিমবঙ্গের খড়গ পুরের তিনসুকিয়া র মেধাবী ছাত্র ফাইজান আহমেদ তার হোস্টেলে সন্দেহ জনক ভাবে মারা যান।তার মা বাবা অভিযোগ করেন ছেলেকে হত্যা করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তার শবদেহ পুনরায় পোস্ট মর্টেম করার নির্দেশ দেওয়া হয়। আজ তার মরদেহ কবর স্থান থেকে তুলে বিশেষ বিমানে কলকাতা নিয়ে যাওয়া হবে। কলকাতায় পুনরায় পোস্ট মর্টেম হবে।
কোন মন্তব্য নেই