অসমের ওরাং সংরক্ষিত বনাঞ্চল ১০,হাজার একর জমিতে উচ্ছেদ অভিযান
নয়া ঠাহর,কলকাতা অসমের দারং জেলার ওরাং গুরুত্তপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল।বহু বিপন্ন প্রজাতির জিব জন্তুর বাসস্থান। বাঘ, গন্ডার, হাতি ,হরিণ শুয়োর , সাপ নানা পতঙ্গ এক বিরল প্রজাতির ক্ষুদ্র ব্যাঙ যার জন্যে সমাদৃত এই বনাঞ্চল প্রায় বেদখল হচ্ছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দক্ষ হাতে বেদখল মুক্ত করছেন।যার জন্যে দেশ জুড়ে তার প্রশংসা উপচে পড়ছে।
কোন মন্তব্য নেই