Header Ads

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৫মে গুয়াহাটি তে ৪৫হাজার নিয়োগ পত্র বিতরণ করবেন

নয়া ঠাহর গুয়াহাটি:কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী ২৫মে গুয়াহাটি উপস্থিত থেকে রাজ্যে ৪৫হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন।আগামী ১জুন থেকে ৪৫হাজারের বেশি নিয়োগ পত্র পাওয়া  ভগবানরা কাজে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বছরে একলাখ নিয়োগ পত্র দেওয়ার আশ্বাস  দিয়েছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.