Header Ads

কান্দির বিধায়ক অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলার তৃণমূল চেয়ারম্যান পদে নিযুক্তি পেলেন

নয়া ঠাহর ,বহরমপুর  কান্দি র  তৃণমূল    বিধায়ক অপূর্ব সরকার  ওরফে ডেভিড জেলার দায়িত্ব মর্য্যাদা  বাড়ল ।তিনি তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মালদহ জেলার  দলের বৈঠকে মুর্শিদাবাদ জেলার   চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে তাঁর নাম ঘোষণা করেন। মুর্শিদাবাদ জেলার  দায়িত্বে  ছিলেন আবু  তায়ের তিনি বর্তমানে অসুস্থ  তার স্থলে কান্দির  তৃণমূল নেতা ডেভিড কে বসানো হল।চেয়ারম্যান নিযুক্তির খবরে  কান্দি  তৃণমূল  শিবিরে খুশির  মহল  সৃষ্টি হয়। ডেভিদকে সম্বর্ধনা দেবার  তোড়জোড় শুরু হয়। মুখ্যমন্ত্রী  ডেভিড কে জেলার সবার সঙ্গে সুসম্পর্ক বজায়  রেখে দল কে শক্তি শালী করার চেষ্টা চালাতে বলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.