Header Ads

আবার পৃথিবী কবে শান্ত হবে ,ঠান্ডা হবে?

অমল  গুপ্ত, কলকাতা:আবার পৃথিবী কবে শান্ত হবে  ঠান্ডা হবে।হবে না।পাহাড়  প্রকৃতি  পরিবেশ  সব ধংস হচ্ছে মানুষের হাতে. তাপ প্রবাহ বেড়েই চলেছে। প্রকৃতিকে  যথেচ্ছ ব্যবহার  করার ফলে  বায়ু দূষণ হতে চলেছে।সেই সঙ্গে বৃক্ষ নিধন, জলাভূমি   মাটি ফেলা  হচ্ছে. জলাশয়  শুকিয়ে যায় 
এর ফলে পৃথিবীর  তাপমাত্রা  নিয়ন্ত্রণের বাইরে চলে  যায়।2030  সালের মধ্যে পৃথিবীর গড়ে  তাপমাত্রা  3 ডিগ্রি  সেলসিয়াস বাড়বে. সামুদ্রিক    জলের  স্তর এক থেকে তিন মিটার পর্যন্ত বাড়বে 2050 সালের মধ্যে।যার ফলে ঘন ঘন  ঝড় তুফান। তাপমাত্রা বেড়েই চলবে।  মাটির নিচে জল শুকিয়ে যাওয়ার ফলে কৃষি কাজ হচ্ছে না।তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষের নানা রোগ হচ্ছে  ।শ্বাস প্রশাস বুকের ব্যথা  ইত্যাদি  রোগের ফলে মানুষ দিশেহারা।এসি মেশিন  এই রোগ ত্বরান্বিত   করছে  মানুষ আদৌ বুঝতে চাইছে না.।ব্যাক্তিগত  ভোগ বিলাসী জীবন  গাছ পালা  লাগানোর প্রতি অনীহা  ,বৃষ্টির জল সংরক্ষন না করার ফলে  দেশ সার্বিক শুকিয়ে   গেলে    মানুষ  দুর্ভিক্ষের  কবলে পড়বে  ।মানুষের হুঁশ নেই. ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.