বঙ্গে ৩৬হাজার প্রাথমিক শিক্ষক পদে চাকরি বাতিল করলেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়
নয়া ঠাহর,কলকাতা:কলকাতা হাইকোর্ট ৩৬হাজার চাকরি বাতিল করলেন।হাইকোর্ট এর রায়ের বিরুদ্ধে তৃণমূল আবেদন করবে। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য্য এই সব শিক্ষক কে নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ করেছিলেন বলে হাইকোর্ট জানিয়েছে। ২০১৬ সালে প্রশিক্ষণ হিন প্রাথমিক শিক্ষকদের সরকার নিয়োগ করেছিল।বিরোধী নেতা অধীর চৌধুরী বলেন রাজ্যে দুর্নীতির ভূমিকম্প চলছে।রাজ্যে তৃণমূল সরকার 40 হাজারের বেশি শিক্ষকের নিয়োগ করা হয়েছিল তার মধ্যে 36. হাজার. বেআইনি বলে অভিযোগ উঠেছে। এদিকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গণজাগরণ যাত্রা চলছেই।. তৃণমূল নেত্রী সোনালী গুহ অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায় কে ফাঁসানো হয়েছে কোটি কোটি টাকা কোথায় তা ভাইপো জানেন. ।বেশি কিছু বললে তাকে খুন হতে হবে. ।
কোন মন্তব্য নেই