কালিয়াগঞ্জের পর সালার অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যু বেড়েই চলেছে, বঙ্গের সব হাসপাতালে একই অবস্থা
অমল গুপ্ত ,কলকাতা:বঙ্গের সব হাসপাতালে চিকিৎসার নামে প্রহসন চলছে।অধিকাংশ ডাক্তারের ব্যাক্তিগত লোভ লালসা একই ঔষধ রুগীদের বার বার দিয়ে বছরে বিদেশ সফরের সুযোগ নিচ্ছে। কোন হাসপাতালে রক্ত কিনতে দালাল খুঁজতে হয়।বেড কিনতে পয়সা দিতে হয়। সবই কেনা বেচা র সম্পর্ক।মানব সেবা বলে কিছুই নেই। বঙ্গের মতএই কঙ্কালসার অবস্থা অসমে নেই। গুয়াহাটি তে চিকিৎসার ব্যবস্থা অনেক ভালো। কালিয়াগঞ্জ ধর্ষণ করে হত্যা করা এক গরীব যুবতীকে। পুলিশ তার লাশ বস্তায় জড়িয়ে নিয়ে যাওয়া হয়।মুর্শিদাবাদ জেলার সালারে এক রাগিণী অ্যাম্বুলেন্স কলকাতা নিয়ে গেল না। পুলিশ বাধা দিল। অ্যাম্বুলেন্স চালক কে মার ধোর করে টাকার জন্যে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনজন পুলিশ কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন।বঙ্গের স্বাস্থ্য দূরবস্থা র ছবি ব্যাঙ্গালোর , চেন্নাই, হায়দরাবাদ গিয়ে দেখে এসেছি। বঙ্গের হাজার হাজার রুগী ভিড় জমিয়েছে। অতি সাধারণ চিকিৎসার জন্যে। ভেলোরে গিয়ে দেখে আসুন আজ বাঙালি রা কথায়।তাদের দূরবস্থা নিয়ে বঙ্গের নেতারা চুপ চাপ এই বাঙালিরা করা কিন্তু ভোটের সময় একই দলকে ভোট দেয়। কারণ বাঙালি দের মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে।
কোন মন্তব্য নেই