অসমে বহু বিবাহ নিষিদ্ধ করে আইন আসছে
নয়া ঠাহর: কলকাতা:মুসলিম সমাজ তাদের শরিয়তি আইনের বলে একাধিক বিয়ে করার অধিকার আছে।অন্তত চারজন পত্নী রাখার অধিকার পেয়ে থাকে।মুসলিম সমাজে উচ্চ শিক্ষিত শ্রেণী অবশ্য এই অধিকারের বিরুদ্ধে। মুসলিম সমাজের এই রীতি বা প্রথার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়া মনোভাব গ্রহণ করেছেন।তিনি আইন আনতে চাইছেন। কেন্দ্রীয় সরকার গুয়াহাটি হাইকোর্ট কে জানিয়েছে মুসলিম অনুপ্রবেশের জন্যে অসমে মুসলিম জনসংখ্যা র হার বৃদ্ধি পেয়েছে। এছাড়া বহু বিবাহ মুসলিম সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। নিম্ন অসমে অধিকাংশ দরিদ্র পরিবারে ১০,১২জন করে সন্তান।এই বহুবিবাহ আইন বন্ধ করার আইন করার সময় মুসলিমদের একাংশের সমর্থন পেতে পারেন মুখ্যমন্ত্রী। ।
কোন মন্তব্য নেই