মণিপুরে রাষ্ট্রপতি শাসন এর দাবী তুললো নাগরিক অধিকার রক্ষা কমিটি
নয়া ঠাহর, শিলচর
সম্প্রতি মনিপুরে যে বিদ্বেষ মূলক জাতি দাঙ্গা চলছে, তার বিরুদ্ধে সরব হয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। সংগঠনের সচিব প্রধান সাধন পুরোকায়স্থ বলেন- আমাদের পার্শ্ববর্তী রাজ্য মনিপুরে বেশ কিছুদিন ধরে যে জাতি দাঙ্গা চলছে, জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তাতে নাগরিক অধিকার রক্ষা কমিটি গভীরভাবে উদ্বিগ্ন। সরকারের কিছু ভুলনীতি জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সঠিক সময়ে সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। মনিপুরে মনিপুরীরা যেমন বসবাস করেন তেমনি বিভিন্ন উপজাতি গোষ্ঠীও সেখানে বসবাস করেন। প্রায় ই উপজাতিগোষ্ঠীর সঙ্গে নানা কারণে সংঘাত তৈরি হয়। আজকাল নিজেদেরকে সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য উপজাতি পরিচয় দেওয়ার এক সুবিধাবাদী প্রবণতা দেখতে পাওয়া যায়। এটাও সংঘাতের একটা কারণ।
সাধন পুরকায়স্থ আরো বলেন, আমরা মনে করি অবিলম্বে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি না হলে শান্তি ফিরে আসবে না, সেই সঙ্গে প্রকৃত সমস্যা অনুধাবন করে আলাপ আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হোক। দেশের অখণ্ড জাতীয়তাবাদের স্বার্থে ইহা অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়েছে।
নিবেদক
আব্দুল হাই লস্কর
সম্পাদক
কাছাড় জেলা কমিটি
কোন মন্তব্য নেই