বঙ্গে ভোটের সময় বোমা সরবরাহের জন্যে পৃথক মোবাইল গ্রুপ তৈরি করা হয় বলে অভিযোগ অধীর raচৌধরী র
অমল গুপ্ত,কলকাতা: পূর্ব মেদিনপুরের এগ রাতে গতকাল এক বাজি কারখানায় বিস্ফোরনের ফলে ৯জন নিহত হয়েছে।এক তৃণমূল নেতার এই বোমা তৈরির কারখানার মালিক উড়িষ্যা পালিয়ে গেছে বলে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিকদের জানান।তাকে যেকোন ভাবে ধরা হবে।তিনি জানান এই ঘটনার তদন্ত এন আই এ করলে তার আপত্তি নেই। ৯জনের রক্তাত্ব মরদেহ পুকুরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।বিরোধী দলপতি অধীর চৌধরী জানান প্রতিবার নির্বাচনের আগে বোমা তৈরির মালিক র মোবাইল গ্রুপ গড়ে এই বোমা সরবরাহ করে।অর্ডার দিলেই সরবরাহ করা হয়।গতকাল পূর্ব মেদিনীপুরে বাজি কারখানার আড়ালে বোমা তৈরির খবরের প্রতিক্রিয়া সম্পর্কে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধরী এই অভিযোগ করেন। মেদিনীপুরে র পুলিশ সুপার জানান বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হচ্ছিল।বঙ্গে প্রতি নির্বাচনের আগে গ্রামে গ্রামে বোমা তৈরির কারখানা তৈরি হয়। রাজ্যে ১৯টির বেশি বাজি কারখানার অনুমতি নেই।কিন্তু রাজ্য হাজার হাজার বোমা তৈরি হচ্ছে গত বাম আমোলেও একই চিত্র ছিল.
কোন মন্তব্য নেই