ইউ পি এস সি পরীক্ষায় অসমের সাতজন সুযোগ পেয়েছেন তার মধ্যে প্রথম চারজন মেয়ে
নয়া ঠাহর,গুয়াহাটি:ইউ পি এস সি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে পঞ্চম স্থান পেয়েছেন তেজপুরের ময়ূর হাজারিকা ।তিনি ইতিমধ্যে ডাক্তারি পাশ করেছেন। ঈদুল আহমেদ , মানস প্রতিম দাস ,নিবেদিতা দাস, দীক্ষা লাংথাসা,অঞ্জলী ভরদ্বাজ , স্মৃতি মিশ্র ,ভিনসেন্ট ভাইপে প্রমুখ সবাই অসমের মর্যাদা বৃদ্ধি করেছেন।
কোন মন্তব্য নেই