Header Ads

হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দুবছরে কিছু অভিজ্ঞতা

অমল গুপ্ত ,কলকাতা:অসমে হিমন্ত বিশ্ব  শর্মার সরকারের দুবছর পূর্ন হল আজ ১০ মে বুধ বার। এই সরকারের নানা    সফলতা বিফলতা নিয়ে বলার আগে ব্যাক্তিগত কিছু অভিজ্ঞতা আলোক পাত করবো।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  র সঙ্গে আমার ব্যাক্তিগত সম্পর্ক ছিল। যেদিন হিতেস্বর  সাইকিয়া র মরদেহ গুয়াহাটি বিমান বন্দরে এনে রাত ১১ টা নাগাদ ট্রাকে চাপানো হল।ট্রাকে এক টিউব  লাইট লাগানো হয়েছিল।এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হাও হাও করে কাঁদতে দেখেছিলাম। সেন্টিনাল গ্রুপের  বাংলা  কাগজ সময় প্রবাহ র সাংবাদিক হিসেবে সেই রাতে এয়ারপোর্টে  নিউজ কভার করতে গিয়েছিলাম।  তাই  জেনেছিলাম হিমন্ত  আবেগিক  সংবেদনশীল একটা মনের মানুষ।  এখন আর  তাকে ধরা ছোঁয়ার মধ্যে পাই না ।সাংবাদিক বন্ধু বীরেশ্বর দাসের সামনে হিমন্ত আমার ঘাড় ধরে বলেন" অমলদা আপনার যে কোনো সমস্যার জন্যে আমাকে অনুরোধ করবেন না আদেশ করবেন।"সেই হিমন্ত বহু দূরে চলে গেছেন। আমার পত্নী সান্তনা গুপ্তের মৃত্যুতে  কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ   সনোয়ালের আর্থিক    সহায়তা পেয়েছিলাম। মুখ্যমন্ত্রী অল্প কিছু টাকা দিয়েছিলেন। তবে আজ পর্যন্ত টেলিফোন ধরেন নি।  হীতেস্বর সইকিয়া তরুণ গগৈ ,প্রফুল্ল মহন্ত ,সর্বানন্দ সনোয়াল ফোন ধরতেন।   আমার মত সিনিয়র গরীব সাংবাদিক বলেই হয়তো ফোন ধরেন না।  আমার সম্পাদিত বাংলা পোর্টাল  নয়া ঠাহর এর গত পুজো সংখ্যায়  হিমন্ত বিশ্ব শর্মার এক রাজনৈতিক ভাষণ ছেপে ছিলাম।   মুখ্যমন্ত্রী পিযুষ হাজারিকার মাধ্যমে তার এক গ্রন্থ পাঠান। মুখ্যমন্ত্রীর  ভাল কাজের মধ্যে মাদক বিরোধী অভিযান, নারীদের বিরুদ্ধে আক্রমণের  কড়া পদক্ষেপ ,সরকারি জমি বেদখল উচ্ছেদ ,   মা বাবার প্রতি দায়িত্ব পালনে প্রণাম কর্মসূচি।    বহু বিবাহ বন্ধে আইন আনছেন খুব ভালো পদক্ষেপ। ভারত বিভাজনের বলি  বাঙালি হিন্দুদের প্রতি দায়িত্ব পালন করছেন না মুখ্যমন্ত্রী। ডিটেনশন ক্যাম্প অসমের  কলঙ্ক,    বন্ধ করুন অবিলম্বে। এন আর সি থেকে  প্রায় ১১ লাখ  বাঙালি হিন্দুর নাম কাটা পড়েছে তাদের ভাগ্যে কি হবে? কিছু করুন। রাজ্যে ১৭টি ক্যান্সার হাসপাতাল সহ সাস্থ্য চিকিৎসা  বিপ্লবী পদক্ষেপ নিয়েছেন।করোনা প্রতিরোধে বিরাট সফলতা দেখিয়েছেন।আজ  দুবছর। পূর্তির  দিনে, মুখ্যমন্ত্রী   আরোগ্য   যোজনা  সূচনা করেন।  বছরে ৫লাখ টাকা করে চিকিৎসা খরচ পাবেন।  নাম হবে আয়ুষ্মান অসম  প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত আছেই। ৬২লাখ 

 রেশন কার্ড থাকা মানুষ এই সুবিধা পাবেন। শিক্ষা  স্বা স্থ্য মন্ত্রী থাকাকালীন হিমন্ত সফলতা অর্জন করেন। কর্মসংস্থান ক্ষেত্রে বিরাট সফলতা পেয়েছেন।আজ দুবছর পূর্তি উপলক্ষে এক কেন্দ্রীয় মন্ত্রী  উপস্থিত ছিলেন ।প্রাক্তন মুখ্যমন্ত্রী  সর্বানন্দ  কে আমন্ত্রণ জানালে সফলতার বৃত্ত সম্পূর্ন হত। সফল হত।












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.