শিবসাগর এর প্রতিষ্ঠিত ব্যবসায়ী অঙ্কুর কেডিয়া কে হেনস্তা ,ব্যবসায়ী সংস্থার প্রতিবাদ,বাঙালি দের চাপের মুখে
অমল গুপ্ত ,কলকাতা :অসম এ আবার ব্যবসায়ী দের উপর বিহুর চাঁদা নিয়ে জুলুম শুরু হয়েছে।বিজেপি সরকারের প্রধান সমর্থক অবাঙালি ব্যবসায়ী সমাজ কে নানাভাবে অপমান করা হচ্ছে বিজেপি সরকার নিরব দর্শক। বিজেপি সরকারের অন্য বড় সমর্থক বাঙালি হিন্দুদের দুর্দশা ঘুচল না।বিজেপি সরকার সেই বিদেশি সমস্যা কে জিয়েই রাখতে চান। ভোটের আগে আগে বিদেশি নোটিশ দিয়ে বাঙালি দের চাপে রাখতে চাই।তাই নোটিসের বহর বেড়ে গেছে। উদাল গুড়ি জেলাতে 23জন্ বাঙালিকে বিদেশি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতা র বহু আগে আসা বৈধ নথি পত্র থাকা সত্ত্বেও আত্ম পক্ষের সুযোগ না দিয়ে বাঙালি নোটিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। তরুণ গগৈ সরকারের সময়ে এই সব পুরনো মামলা বর্তমান বাঙালি দরদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাতিল করতে পারতেন কিন্তু উনি করবেন না।কারণ বাঙালি দের চাপের মুখে রাখতে হয়।নইলে ভোট পাবেনা না। সিবসাগরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী অঙ্কুর কেডিয়া বিজেপি সমর্থক বরাবর বিজেপিকেই ভোট দেন। বীর লাচিত সেনার প্রধান সিংখল চলিয়া যাকে নিয়ন্ত্রণ করার সদৃচ্ছা সরকারের নেই। এত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী কে চাঁদার নামে হেনস্তা করা হল। সরকার নিরব দর্শক।সারা অসম ব্যবসায়ী সংস্থার মুখ্য আহ্বায়ক প্রাণ তোষ রায়। সংস্থার আহ্বায়ক নয়ন দেওয়ান এক বিবৃতিতে ঘটনার নিন্দা করে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রাণতশ বাবু অসমের সম্মানিয় উজ্জ্বল ব্যক্তি।অসমের সংঘ পরিবারের একজন প্রতিষ্ঠাতা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী র সঙ্গে প্রাণ তশ বাবুর সুসম্পর্ক ছিল।বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যবসায়ী সমিতির প্রধান প্রাণ টোষ বাবুর বাড়িতে গিয়ে গামোছা পড়িয়ে সম্বর্ধনা জানান। সেই ব্যবসায়ী সংস্থা সিব সাগরের ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে।
কোন মন্তব্য নেই