অসমের পুলিশ অফিসারের হত্যা কান্ডের ফলে অসম পুলিশের ভাব মূর্তি নিয়ে প্রশ্ন
নয়া ঠাহর,কলকাতা:অসমে জুনিয়র পুলিশ অফিসার জোন মনি রাভার কাছে নাও বইসা থানা পুলিশ ৬লাখ টাকা দাবি করেছিল বলে হাসিনা বেগম জানান। রাজ্যের পুলিশ প্রধান বলেন এই সোনার ব্যবসার সঙ্গে দুই জেলা লাখিমপুর ও নওগাঁ পুলিশ জড়িত। বলেন সি আই ডি তদন্ত করছে তাদের ফ্রী হ্যান্ড দেওয়া হয়েছে।যে প্রতিবেদন দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনা জড়িত দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। তার নির্দেশে রাজ্যে মাদক বিরোধী অভিযান তীব্র করা হয়েছে। নিম্ন অসমে বহু পরিমাণ মাদক ধরা পড়েছে।অরুণাচল মায়ানমার থেকে কাঁচা সোনা মদ দেদার ঢুকছে অসমে। অসমে বিশাল কাঁচা পাকা সোনার ব্যাবসা চলছে। উত্তরপ্রদেশের ট্রাক চালক উমেশ কুমার ইচ্ছাকৃত ভাবে জুন মনির গাড়ির মুখোমুখি ধাক্কা মারে ভোর রাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় পুলিশ অফিসার মারা যান। প্রণব কুমার নামে এক এক অজ্ঞাত পরিচয় যুবক এই খবর দেন।ট্রাকের চালক পালিয়ে যায়.। আমিনা খাতুনের এজাহার আর হাসিনা বেগমের অভিযোগ খতিয়ে দেখলে অনেক গোপন তথ্য সামনে আসবে। লোখিম্পুরের ডেপুটি পুলিশ সুপার রুনা নেওগ হাসিনা বেগমের সঙ্গে কথা বার্তা বলার অপরাধে সরকার তাকে জেলা থেকে সরিয়ে দেয়।।মুখ্যমন্ত্রী বারবার কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলছেন।
কোন মন্তব্য নেই