ব্রহ্মপুত্র নদে এক বুনো হাতি জলে ডুবে আছে যন্ত্রণায় কাতরাচ্ছে
নয়া ঠাহর ,গুয়াহাটি: গুয়াহাটি সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গত তিন দিন ধরে ডুবে আছে এক বুনো হাতি।তাকে উদ্ধার করার জন্যে বন বিভাগের কেউ আসছে না। যন্ত্রণায় চিৎকার করছে।রাজ্যে হাতিদের প্রতি অবহেলা অনাদর আছেই।বন বিভাগ বলেছে ব্রহ্মপুত্র নদে হাতিটা লিভার রোগে ভুগছে। জলেই চিকিৎসা করা হবে।
কোন মন্তব্য নেই