সেন্ট্রাল ভিস্টা প্রকল্প কয়েক হাজার কোটির নয়া সংসদ ভবন সূচনা হবে রবিবার
অমল গুপ্ত , কলকাতা - দেশ যখন লক ডাউন নাইট কারফিউ এর কবলে ছিল।করোনা আতঙ্কে মানুষ ঘর বন্দী তখনও সেন্ট্রাল ভিস্টা র কাজ বন্ধ হয়নি।সেই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে নয়া সংসদ ভবন আগামী রবিবার দেশের রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী উদ্বধন করবেন।দেশের সংবিধান প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি ।তিনি একজন আদিবাসী মহিলা বলে তাকে অবজ্ঞা করে প্রধানমন্ত্রী উদ্ববন করবেন বলে কংগ্রেস বিরোধী দলপতি অধীর চৌধুরী আজ অভিযোগ করেন। দেশের 19দল এই অনুষ্ঠান বয়কট করবে বলে জানিয়েছে।তৃণমূল কংগ্রেস দিল্ল্লীর আপ ও বয়কটের পক্ষ এ।নয়া সংসদ ভবনে ইতিহাস খ্যাত রাজদণ্ড বা সেঙ্গল কে নতুন সংসদ ভবনের মুখে রাখা হবে। এলাহাবাদের মিউজিয়াম এই শেঙ্গল রাখা ছিল। ভারতে ক্ষমতা হস্তান্তরের সময় জহরলাল নেহরু ব্রিটিশদের হাত থেকে এই রাজ দণ্ড গ্রহণ করেছিলেন।তামিলনাড়ুর ঐতিহ্য মন্ডিত এই সেঙল কে সংসদ ভবনে স্থাপন করে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু র সঙ্গে তামিলনাড়ুর ঐতিহ্য কে গুরুত্ত দিচ্ছেন। ব্রিটিশ দের কালো স্মৃতি মুছে ভারতের নিজস্ব সংস্কৃতির আধারে নির্মিত নয়া সংসদ ভবন দেশবাসীকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। বিনায়ক দামোদর সভারকরের জন্ম দিন। বেছে নেওয়া হয়েছে।তিনি ছিলেন হিন্দুত্বের প্রতীক। ভারত কিন্তু ধর্ম নিরপেক্ষ তার দেশ।হিন্দু মুসলিম সমান অধিকার। সংসদ সবার। নয়া সংসদ ভবন থেকেই কি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার ডাক দেওয়া হতে পারে এমন কথাও বিরোধীরা বলছেন।
।
।
কোন মন্তব্য নেই