Header Ads

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়

নয়া ঠাহর,কলকাতা :বিজেপি   শাসিত ত্রিপুরার  পর্যটন বিকাশের  তাগিদে  কলকাতা প্রিন্স  সৌরভ   গঙ্গোপাধ্যায়। ক্রিকেট   কন্ট্রোল বোর্ডের সদস্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ র পুত্র জয় শাহ অনুরোধ মেনে  সৌরভ অ্যাম্বাসেডর হতে রাজি হন বলে  ত্রিপুরার সূত্রে জানা গেছে।এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ত্রিপুরার পর্যটন শিল্প উন্নয়নে তাগিদে রাজি হয়েছেন।অমিতাভ বচ্চন যেমন গুজরাটের পর্যটন বিকাশে অ্যাম্বাসেডর  হয়েছেন। ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত   চৌধুরী গতকাল তার বাড়ি যান। ত্রিপুরার মুখ্মন্ত্রী মানিক সাহার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।      ,প্রাক্তন  ভারত অধিনায়ক সৌরভ  গঙ্গপাধ্যায়  কি  শেষ পর্যন্ত বিজেপি দলে যোগ দেবেন?এই প্রশ্ন   উঠছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.