, দেশে যত গরম বৃদ্ধি পাচ্ছে , এসি, কুলার বিক্রি তত বাড়ছে সঙ্গে রোগও
অমল গুপ্ত, কলকাতা দেশের তাপ প্রবাহ বেড়েই চলেছে সাধারণ মানুষ গরমে নাজেহাল। দেশের পাহাড় প্রকৃতি বনাঞ্চল ধংস হচ্ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে ব্যবসায়ীরা বাজার ভর্তি করে এনেছে।ঠান্ডা রাখার সামগ্রী।অধিকাংশ নিম্ন মানের এসি মেশিন দাম 30 হাজার টাকা থেকে 50 হাজার টাকা পর্যন্ত।সাধারণ মানুষের কেনার ক্ষমতা নেই। এই গরমে বাজারে এই মেশিন এত বিক্রি হচ্ছে ।কেন্দ্র সরকার একই পরিবারে একাধিক মেশিন কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয়েছে। পরিবেশ প্রকৃতি বাইরে খোলা মেলা আবহাওয়া র মধ্যে এসি মেশিন জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে ভেন্টিলেশন ছাড়াই চালাতে হয়।বেশি বিদ্যুত খরচ তো আছেই। রেগুলার এয়ার ফিল্টার পরিষ্কার করা হয় না।বয়স্ক মানুষের স্বাস প্রশ্বাস রোগে ভুগতে হয়। ঠান্ডা লাগার প্রবনতা সাধারণ জ্বর মাথা ব্যাথা ছাড়াও এলার্জি র জন্যে এসি মেশিন মুখ্যত দায়ী। কিন্তু আজ কাল এসি মেশিন ট্যাটাশ সিম্বল হয়ে দাঁড়িয়েছে। আজকাল নতুন নতুন ঘরবাড়িতে আলো বাতাস ঢোকা ভেন্টিলেশন থাকে না।যত বেশি খুপরি থাকে। বাড়ীর চত্বরে গাছ পালা লাগানোর বালাই নেই, বৃষ্টির জল সংরক্ষণ করা হয় না। গাছ পালা জঙ্গল ধ্বংসের ফলে তাপ প্রবাহ বৃদ্ধি পেয়েছে।বৃষ্টি নেই।এই মূহুর্ত্তে পূর্বাঞ্চলে তাপ প্রবাহ চলছে 45 ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে গেছে। মোর্চা নামে ঘূর্ণি ঝড়ের দেখা নেই।তাপ মাত্রা বেড়েই চলেছে। এক শ্রেণীর মানুষ বাজারে এসি কেনার জন্যে লাইন লাগিয়েছে।কুলার কিনে চলেছে। স্বাস্থ্য র পক্ষএ মোটেই নিরাপদ নয়। তা জেনেও রোগ ।কিনছে। মানুষের ব্যক্তিগত লোভ লালসা আত্মকেন্দ্রিক মানসিকতা পরিবেশ বিরোধী মনোভাব দেশ কে কোথায় নিয়ে যাচ্ছে তা ভগবান জানেন।
কোন মন্তব্য নেই