কর্ণাটক ২২৪ টি বিধানসভায় আসনে বিজেপির পরাজয় ,বিজেপি 65 কংগ্রেস 136 টি জেডি এস19টি আসন
অমল গুপ্ত:,কলকাতা,গুয়াহাটি ::দক্ষিণের রাজ্যে বিজেপির পরাজয়ের অন্যতম কারণ মূল্যবৃদ্ধি।বিজেপি সাধারণ মানুষের সমস্যা কে গুরুত্ত দেই নি বলে কংগ্রেস আজ দাবি করেছে; কর্নাটকে ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ১৩৬ টি,আসন বিজেপি৬৫টি আসন জে ডি( এস /পেয়েছে ১৯;টি আসন। বিএস পি খাতা খুলতে পারেনি। দেশে ডিজেল, পেট্রোল ১০০ ছাড়িয়ে গেছে।এল পি জি ১২০০ছাড়িয়ে গেছে। ডাল আকাশ ছুঁয়েছে। হিন্দু মুসলিম বিভাজন সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত পড়েছে বলে কংগ্রেস অভিযোগ করেছে। পাপু বলে টিটকারী মারা রাহুল গান্ধীর ভারত জোড়া অভিযান কংগ্রেস দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে বিরূপ প্রভাব পড়বে বিজেপি প্রধানমন্ত্রীর দৌড়ে পিছিয়ে যাবে বলে তৃণমূল অভিযোগ করেছে। কলকাতায় তৃণমূল সরকার কলকাতা হাইকোর্টে ধাক্কা খাচ্ছে।৩৬হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে তারপরে তৃণমূল মহলে আজ উল্লাস উচ্ছাস লক্ষ্য করার মত। অসমের রাজিব ভবনে মিষ্টি খাওয়া , বাজি ফোটানো উল্লাস প্রকাশ করে কংগ্রেস। দেশের জটিল বেকার সমস্যা সমাধানের পরিবর্তে জয় শ্রীরাম স্লোগান বিজেপি ক্ষতি করেছে।গরীব আমজনতার রুটি চাই, রোজকার চাই সাম্প্রদায়িক সুস্থিরতা শান্তি লাগে।কর্নাটকে মুসলিম অধ্যুষিত অঞ্চলের মুসলিম ভোট অধিকাংশ কংগ্রেস পেয়েছে।ব্যাঙ্গালুরুর মত বড় সহরে বাসিন্দা হিন্দু ভোট কম পেয়েছে বিজেপি।উত্তরপ্রদেশে মুসলিম ভোটাররা বিজেপি র উপর মোটেই খুশি নয়। অসমের মুসলিম নেতা বদরুদ্দীন আজমল গতকাল বিহারে নীতিশ কুমারের সঙ্গে দেখা করার পর আজই বুম্বাই বি এস পি নেতা শারদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। গত দিনে ৮,টি রাজ্যে বিজেপি জিতেছে। কর্ণাটক দিয়ে পরবর্তী ভোটে বিজেপি জিতবে বা হারবে নিশ্চিত বলা যাবে না। আবার বিজেপি আসতে পারে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন বিজেপি মুক্ত দক্ষিণ ভারত হল কংগ্রেস দিল্লী দখল করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাঁর বাড়িতে অভিনেতা সলমন খানকে আমন্ত্রণ করে এনেছেন তিনি কর্ণাটকের খবরে খুব খুশি উচ্ছাস প্রকাশ করেছেন। কংগ্রেস রাজত্বে ৫০,৬০বছরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিজেপি রাজত্বে এত দুর্নীতি হয়নি তবে দুর্নীতিপায়ণ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ব্যাংক লুট করে দেশে থেকে বিদেশে পালানোর রাস্তা সুগম করে দেওয়া হয়েছে । আদনির মত ব্যবসায়ী কে বেশি প্রশ্রয় দিয়েছে বিজেপি। বিজেপি কে নতুন করে ভাবতে হবে হিন্দু মুসলিম ছেড়ে আমজনতার জটিল সমস্যার দিকে নজর দিতে হবে।তবে একটি রাজ্যের নির্বাচন দিয়ে ভারতকে বিচার করা যায় না। খুশিতে উপচে পড়া ঠিক নয়।বিজেপি ভোট পেয়েছে।
কোন মন্তব্য নেই