লক্ষ্মী পুর শিবির পরিদর্শন জেলা শান্তি কমিটির
কাছাড়ের লক্ষীপুরের আশ্রয় শিবির পরিদর্শন জেলা শান্তি কমিটির
বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যকতিদের নিয়ে গঠিত কাছাড় জেলা শান্তি কমিটির এক প্রতিনিধি দল মঙ্গলবার লক্ষীপুরের বিভিন্ন আশ্রয় শিবিরের পরিদর্শন করেন। জেলা ম্যাজিস্ট্রেট কৃষাণ চরাইকে সঙ্গে নিয়ে কমিটির কনভেনার কমলাকান্ত সিংহ, সহ-কনভেনার সাধন পুরকায়স্থ, রাজেশ সিনহা,লোকনাথ সিংহ , সঞ্জীব দেবলস্কর, লক্ষীকান্ত সিংহ,ক্ষীর মোহন শর্মা, আলি রাজা উসমানীকে সঙ্গে নিয়ে লক্ষীপুরের লালপানি ,মারকুলিন বিন্নাকান্দি শিবির ও বনতারা পুরের বরাক মিউজিয়াম,
বনতারাপুরের কমিউনিটি সেন্টার, চাঁদপুরের নগদিগ্রাম সংগীত বিদ্যালয় থাকা শিবিরগুলি পরিদর্শন করেন। মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা উদ্বাস্তদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনা হয়। তারা প্রায় সব কটি শিবিরেই স্থানীয় নেতৃবৃন্দদের সহযোগে আলোচনা বৈঠকে আয়োজন করেন। বিন্নাকান্দির বিশিষ্ট সমাজসেবী রিনা সিংএবং চাঁদপুরের নগদিগ্রাম সংগীত বিদ্যালয়ে অধ্যাপক কে নয়নচাঁদ সিংকে সঙ্গে নিয়ে আশ্রয় শিবিরের আশ্রিতদের সঙ্গে আলোচনার বৈঠক করেন।
এদিন জিরিবাম জেলা শান্তি কমিটির নেতৃবৃন্দদের সঙ্গেও তারা লাল পানিতে আলোচনা করেন। জিরিবাম জেলা শান্তি কমিটির কনভেনার তাহেমাঙ পামেই, বুদ্ধ সিং সহ অন্যানরা জানান, সেখানে দ্রুত পরিস্থিতি সাভাবিক হয়ে আসছে।
সাধন পুরকায়স্থ জানান, শান্তি কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন রাখা হয় যাতে শিবির গুলিতে যারা আশ্রয় নিয়েছেন তাদের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে তাদের যাতে সসম্মানে নিজেদের আস্তানায় ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়। সদর থানার ওসি অমৃত কুমার সিং এই শান্তি কমিটিকে নিয়ে যাওয়া এবং সেখানে আশ্রয় শিবিরে বৈঠকের সুবিধার করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়া হয়।
কোন মন্তব্য নেই