Header Ads

মুখ্যমন্ত্রী র নির্দেশ সত্বেও ভাষা রুল অমান্য করছে সরকারী অফিসার রা


  নয়া ঠাহর, শিলচর:
মুখ্যমন্ত্রীর নির্দেশ স্বত্তেও ভাষা আইন অমান্য করেন বরাকের সরকারি আমলারা  - বিডিএফ।

সম্প্রতি দিশপুরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিক দের নির্দেশ দিয়েছেন যে সমস্ত সরকার কাজকর্মে ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা,বোড়ো ল্যান্ডে বোড়ো ভাষা এবং বরাক উপত্যকায় বাংলা ব্যাবহার করতে হবে। কিন্তু বরাকের অধিকাংশ আমলারা এই নির্দেশ মেনে চলেন না বলে অভিযোগ জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এটা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে বরাকের অবাঙালি ডিসি,এসপি, ইঞ্জিনিয়ার ইত্যাদি আধিকারিকদের সাথে সাধারণ জনতাকে কোন কিছু বিনিময় করতে হলে তা তাঁদের ভাষায় করতে হয়। এতে অনেকেরই বিশেষতঃ যারা গ্রামাঞ্চলে থাকেন তাদের সমস্যা হয় এবং তাদের অভাব অভিযোগ সঠিকভাবে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পৌঁছায় না। 

একই সমস্যা বরাকের সমস্ত থানায় পরিলক্ষিত হয়। বরাকের অধিকাংশ থানায় বর্তমানে অবাঙালি আধিকারিক কাজ করছেন। সাধারণ নিরক্ষর মানুষ যখনই কোন এজাহার লেখাতে যান সংশ্লিষ্ট আধিকারিক তা নিজের ভাষায় লিপিবদ্ধ করেন,যা অভিযোগ কারী সঠিক বুঝতে পারেন না। ফলে এতে অভিযোগটি সঠিক ভাবে উপস্থাপিত না হওয়ার সম্ভাবনা থাকে। এবং তেমন হলে ভবিষ্যত মামলায় তার মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে। এরকম উদাহরণ পাওয়া গেছে।

জয়দীপ  বলেন যে সিভিল সার্ভিস অফিসার থেকে শুরু করে থানার আধিকারিদের যেসব জেলায় নিয়োগ করা হয় , তাঁদের সরকারি নির্দেশ থাকে যে ছ'মাসের মধ্যে সেই জেলার ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে ও তা আয়ত্ব করতে হবে।
তিনি বলেন এটি দুর্ভাগ্যজনক যে বরাকের কোন আধিকারিক এই ব্যাপারে আগ্রহ দেখান না। তিনি বলেন যে ১৯ শে মে কে সামনে রেখে তাঁরা বরাকের সমস্ত আধিকারিকদের অবিলম্বে এই ব্যাপারে তৎপর হবার আবেদন জানাচ্ছেন। যদি এরপরও কারুর এই ব্যাপারে অনিচ্ছা থাকে তবে তিনি বদলি নিয়ে অন্য জেলায় চলে যেতে পারেন। 

বিডিএফ যুব ফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত এদিন বলেন যে ভাষা শহিদদের আত্মবলিদানকে সম্মান জানিয়ে অবিলম্বে বাংলাকে সরকারি সহযোগি ভাষার স্বীকৃতি দিক সরকার। তিনি এবারের ১৯ শে মে তে মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে সরকারি ঘোষণা করার দাবি জানিয়েছেন।

বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.