বিশ্ব শ্রমিক দিবসের ভাবনা
নয়া ঠাহর,কলকাতা। বিশ্বের শ্রমজীবী মানুষ আজ শ্রমিক দিবস পালন করছে। শ্রমের মজুরির অধিকারের দাবিতে শ্রমিক সমজের আন্দোলন আজো শেষ হয়নি। বিশ্বের অধিকাংশ শ্রমিক আজ দুর্ভোগের মুখে নির্দিষ্ট মজুরি নেই কর্মের নিরাপত্তা নেই। বেকার জীবন জীবিকা, অনিশ্চিত জীবন। অসম রেল কর্মীরা আন্দোলনে নেমেছে ।পেনশন নীতির প্রতিবাদ করছে।মুনিন সাইকিয়ার মত শ্রমিক নেতারা আন্দোলনে সামিল হয়েছেন। রেলকে বেসরকারি করার তোড়জোড় চলছে। কয়েকশো কিলোমিটার রেল বহু ট্রেন বেসরকারি করার কেন্দ্রীয় নীতির প্রতিবাদ চলছে। রেলওয়ে স্টেশন থেকে গরীব শ্রমিক দের উচ্ছেদ করা হচ্ছে। বহুজাতিক সংস্থাগুলোর কর্মী ছাঁটাই চলছে। সেই ভাবে প্রতিবাদ হচ্ছে না।
কোন মন্তব্য নেই