Header Ads

প্রায় 900কোটি টাকা ব্যয়ে নির্মিত নয়া সংসদ ভবন প্রধানমন্ত্রী আজ উন্মোচন করবেন

অমল  গুপ্ত ,কলকাতা ,নয়া সংসদ ভবনের অধ্যক্ষের  চেয়ারের পাশে থাকবে রাজ দণ্ড স্বরূপ  প্রাচীন   সেঙ্গোল যা   দক্ষিণ ভারতের এক প্রাচীন মন্দিরের রাখা ছিল।তার আগে  এলাহাবাদ মিউজিয়ামে । কংগ্রেস অভিযোগ করেছে ভারতের ক্ষমতা  বদলের সময়  মাউন্টব্যাটেন   বা নেহরু এই রাজ দণ্ড গ্রহণ করেন নি।প্রধানমন্ত্রী ঠিক বলছেন না।নরেন্দ্র মোদী জানান এই প্রাচীন রাজ দণ্ড  সেঙ্গল প্রধান মন্ত্রী জহরলাল নেহেরু  ব্রিটিশদের প্রতিভূ  মাউন্টব্যাটে নের কাছ থেকে গ্রহণ করেছিলেন।  সেই রাজ দণ্ড কে উপযুক্ত মর্যাদা দেবার জন্যে  নয়া সংসদ ভবনে প্রতিষ্ঠা করা হচ্ছে। পরাধীন ভারতের   স্মৃতি  মুছে দিয়ে 75বছরের স্বাধীনতার স্মৃতি উজ্জ্বল করতেই প্রায় 900কোটি টাকা ব্যয় করে সংসদ ভবন উন্মোচন করা হচ্ছে। রবিবার বীর দামোদর  সাভার করের জন্মদিন সেই হিন্দ্দুত্ত বাদী নেতার জন্মদিনে নয়া সংসদ ভবন দেশ  বাসীকে  উৎসর্গ করবেন প্রধান মন্ত্রী।তামিলনাড়ুর  সইবো মঠ  টিরুভাদুঠুরাই মন্দির  কমিটি এই রাজ দণ্ড নিয়ে দিল্লী তে গিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.