মহারাষ্ট্রে গ্রাম গঞ্জে ভু গর্ভের জল 70,80 ফুট তলে চলে গেছে ভয়ঙ্কর জল কস্ট শুরু
অমল গুপ্ত,কলকাতা দেশ জুড়ে সাংঘাতিক জল কষ্ট চলছে। 2030 সালে র মধ্যে দেশের 40 শতাংশ জল ফুরিয়ে যাবে।মনগড়া কথা নয়।নীতি আয়োগ এই সতর্ক বার্তা জারি করেছিল।তার সূচনা শুরু হয়েছে।মহারাষ্ট্রে কুয়ো পুকুরের খাল বিল সব জল শুকিয়ে গেছে।গ্রাম গঞ্জের হাজার হাজার মানুষ 70,80ফুট তলের কুয়োর জল তুলছে হাঙ্গামা চলছে।ওপর দিকে অসমের মাজুলি জেলাতে ব্রহ্মপুত্র নদের ধ্বসে কৃষি ভূমি তলিয়ে যেতে দেখা গেছে। তামিনাড়ু অন্দ্রপ্রদেশ a ভীষন জল কষ্ট চলছে। সংবাদ মাধ্যম দেশের রাজনৈতিক দল ভয়ঙ্কর জল কষ্ট নিয়ে গুরুত্ত দেয় না বা লেখা লিখি করে না। দেশের প্রধানমন্ত্রী বৃষ্টির জল সংরক্ষণ করার বারবার আর্জি জানান।
কোন মন্তব্য নেই