Header Ads

অসম সরকার 45 লাখ মেট্রিক টন সর্ষে কিনবে, প্রতি লিটার দুধে 5 টাকা অনুদান দেবে

নয়া ঠাহর, গুয়াহাটি:অসম  সরকার  ধানের পর  সর্ষে  উৎপাদনে কৃষকদের  উৎসাহ    অনুদান দেবে।মুখ্যমন্ত্রী   হেমন্ত বিশ্ব শর্মা আজ সাংবাদিক সম্মেলন এই ঘোষণা  করেন।তিনি বলেন সরকার 45 লাখ টন  সর্ষে  কিনবে.প্রতি tone 5 হাজার 445 টাকা  করে  অনুদান  দেবে. ।রাজ্যের   গো  পালক  দের প্রতি লিটার  5 টাকা করে   অনুদান দেবে।তবে   সমবায়  সমিতি  কে এই টাকা  দেওয়া হবে। ধান  ক্রয় কেন্দ্র  গুলিতে সর্ষে  বিক্রি করা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.