42-45 ডিগ্রি তাপমাত্রা জনজীবন বিপর্যস্ত যন্ত্রনা কাতর
নয়া ঠাহর,কলকাতা-আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।পরিবেশ প্রকৃতি।এত গরম সবদিক জ্বলছে মানুষ জ্বলছে যন্ত্রনা ছটফট করছে।এক ফোটা বৃষ্টি নেই।বাতাস নেই বোবা হয়ে পড়েছে। সব স্তব্ধ। গাছের পাতা নড়ে না।পানীয় জলের প্রচন্ড অভাব।খাল বিল নদ নদী শুকিয়ে গেছে।এই ব্যবস্থার মানুষ দায়ী।হাতে সময় নেই মানুষ যদি গাছ পালা না লাগায় জল সংরক্ষণ না করে তবে মানুষ কে কেউ বাঁচাতে পারবে না। মানুষ মানুষের ধংস ত্বরান্বিত করছে। গাছ লাগান এসি মেশিন কিনে রোগ ব্যাধি সৃষ্টি করবেন না। এই নকল ঠান্ডা নকল কোনো দিল আসল হবে না। তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ এসি অক্সিজেনের বদলে কার্বন বিষ ছড়াচ্ছে। পরিবেশ প্রকৃতি গরম হচ্ছে বাতাস গরম হচ্ছে। সামুদ্রিক ঝড় মোচা আসছে। জল পরিবেশ প্রকৃতি সংরক্ষণে মানুষ এগিয়ে না এলে ধ্বংস অনিবার্য।
কোন মন্তব্য নেই