দেশের রাজধানী নয়া দিল্লী তে এক তরুণীকে 40 বারংবার ছুরি চালিয়ে হত্যা , দেশ জুড়ে ছি!ছি!
নয়া ঠাহর কলকাতা দেশের রাজধানী নয়া দিল্লী আর মহিলাদের জন্যে নিরাপদ নয় , বারংবার প্রমাণ হচ্ছে .গতকাল এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে বারংবার চুরি চালাতে দেখে দেশ বাসি। সা হিল নামে উত্তরপ্রদেশের bulsnd শহরের এক যুবক গ্রেফতার করা হয়েছে. নয়া দিল্লিতে বারংবার নারী নির্যাতন ঘটে চলেছে , না দিল্লি না কেন্দ্রীয় সরকার তা প্রতিরোধে কোনো ব্যবস্থা নিতে পারছে না.বলে gurutar অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। দিল্লিতে প্রতিদিন গড়ে 6 জন করে ধর্ষিত হচ্ছে বলে মহিলা কমিশন অভিযোগ পারছে।
কোন মন্তব্য নেই