মনিপুরে 4 টি গির্জ্জা অগ্নি সংযোগ ,উত্তপ্ত পরিস্থিতি,সেনা তলব
নয়া ঠাহর , গুয়াহাটি= মনিপুরে 4টি গির্জ্জা তে অগ্নি সংযোগ,উত্তপ্ত পরিস্থতি ,144 ধারা জারি।8 টি জেলাতে সেনার ফ্ল্যাগ মার্চ চলছে। কেন্দ্রীয় সরকার54 ব্যাটালিয়ন সেনা বাহিনী পাঠিয়েছে বলে সংবাদ সুত্র থেকে জানা গেছে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে।
কোন মন্তব্য নেই