বিজেপি300আসন লাভ করে মোদী আবার প্রধানমন্ত্রী হবেন দাবি করলেন অমিত শাহ
নয়া ঠাহর,গুয়াহাটি। =কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গতকাল গুয়াহাটি নিযুক্ত সমারোহে বলেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপি 300টি আসন পেয়ে জয়লাভ করবে।নরেন্দ্র মোদী পুনরায় দেশের প্রধানমন্ত্রী পদে বসবেন। এই দাবি করে অমিত শাহ বলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল কে বাদ দিয়ে সোনিয়া গান্ধী ঝাড়খণ্ড নতুন বিধান সভা উন্মোচন করেছিলেন। রাষ্ট্রপতি কে বাদ দিয়ে প্রধান মন্ত্রী রবিবার নয়া সংসদ উন্মোচন করবেন।সেই প্রসঙ্গে এই কথা বলেন অমিত শাহ।তিনি আজ মণিপুরে যান।তিনি মণিপুরবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন সব জনগোষ্ঠীর অভিযোগ শুনে সমাধান করা হবে।আদালতের এক রায়ের ফলে অশান্তি সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন ইমফলের এর বাড়ি আক্রমণ করেছে একাংশ যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।বলে অভিযোগ এসেছে।
কোন মন্তব্য নেই